নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৯ অক্টোবর

|

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সোমবারের (১৬ অক্টোবর) সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে ১৯ অক্টোবর।

এর আগে সোমবার বেলা ১১টায় ঢাকার নবম অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজও দুর্নীতি দমন কমিশন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

২০০৭ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। পরে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply