অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান মূল্যায়িত হবে: পরিকল্পনামন্ত্রী

|

দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদেরও বিরাট অবদান রয়েছে, এটি মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে, এরইমধ্যে গবেষণা সংস্থা বিআইডিএস’র মাধ্যমে জিডিপিতে তাদের অবদান পরিমাপ করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এমন কথা বলেছেন কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পালের ‘সহজ কথার অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে জ্বালানির তেলের দাম বাড়তে পারে। যা অর্থনীতির ওপর আরও চাপ তৈরি করবে। তাই রিজার্ভের পতন ঠেকাতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এটি সাময়িক সময়ের জন্য জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেললেও দীর্ঘ মেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে বলেও মনে করেন তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply