শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের শত্রু হামাস। সোমবার (১৬ অক্টোবর) নিজ দেশের পার্লামেন্টে এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। খবর সিএনএ’র।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, হামাস কেবল ইসরায়েলের শত্রু নয়। সব শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের কাছেও তারা শত্রু। হামাসের সন্ত্রাসী আচরণের মাশুল দিতে হচ্ছে গাজার সাধারণ মানুষকে। ইতিহাসের যেকোনো সন্ত্রাসী গোষ্ঠীর চেয়েও নিকৃষ্ট তারা।
সোমবার দেশটির আইনসভায় প্রথমবারের মতো গাজা-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তিনি আরও বলেন, হামাসের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই সামরিক সংঘাত ও মানবিক সংকট তৈরি হয়েছে। এ সময় ইসরায়েলের আত্মরক্ষার লড়াইয়ে পাশে থাকারও আশ্বাস দেন তিনি। গত সপ্তাহে সিডনিতে ফিলিস্তিনিদের সমর্থনে হওয়া বিক্ষোভে ইহুদি বিদ্বেষী শ্লোগান দেয়ার নিন্দাও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ায় পুলিশের হুমকি অমান্য করেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ।
/এমএইচ
Leave a reply