ইসরায়েলের পরীক্ষা নিতে চাইলে চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের পরীক্ষা নিতে চাইলে চড়া মূল্য দিতে হবে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতি এ হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর ফক্স নিউজের।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এই প্রথম কথা বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এখন একটাই ফোকাস, অভিযানের মধ্য দিয়ে বিজয়। এজন্য প্রয়োজন লক্ষ্যে অবিচল থাকা। ইরান ও হিজবুল্লাহকে সতর্ক করতে চাই। উত্তরের সীমান্তে আমাদের পরীক্ষা নিতে চাওয়ার সাহস করবেন না। তাহলে চড়া মাশুল গুনতে হবে।

নেতানিয়াহু আরও বলেন, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হামাসকে নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। জরুরি সরকারের শপথ গ্রহণের সময় একটি বক্তৃতায় ‘পৃথিবীর বুক থেকে হামাসকে মুছে ফেলার’ প্রতিশ্রুতিও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply