দেশের ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের নাগরিকদের সমান: বাণিজ্যমন্ত্রী

|

দেশে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত শ্রেণির ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপীয় দেশগুলোর মানুষদের সমান। তবে সাধারণ মানুষদের জন্যও পণ্য তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন তাগিদ দেন তিনি।

টিপু মুনশি বলেন, গত দশ বছরে দেশের আসবাবপত্র শিল্পের ব্যাপক বিকাশ হয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটলেও রফতানিতে এ শিল্প এখনও ততোটা এগুতে পারেনি। বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প বিকাশের তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। রফতানিমুখী ফার্নিচার শিল্পের জন্য কীভাবে বন্ড সুবিধা নিশ্চিত করা যায় তার কৌশল খোঁজারও তাগিদ দেন।

রাজধানীতে চলা এই ফার্নিচার মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply