গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার ইসরায়েলের, আঙুল হামাসের দিকেই

|

গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ হামলার দায় স্বীকারে নারাজ ইসরায়েল। এ ব্যাপার তেলআবিব দায় চাপিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের ওপর। এরই মধ্যে এ হামলা নিয়ে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। এমনকি এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এমন পরিস্থিতিতে এ হামলার দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। খবর আল আরাবিয়া নিউজের।

এ নিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামলার পেছনে রয়েছে বর্বর সন্ত্রাসীরাই। তদন্তে দেখা গেছে ইসলামিক জিহাদ গোষ্ঠীর ছোড়া রকেটের আঘাতে বিস্ফোরণ হয়েছে হাসপাতালে। ইসরায়েলের উদ্দেশে সেটি ছোড়া হলেও, লক্ষ্যচ্যুত হয়ে সেই রকেট গিয়ে হাসপাতালে আঘাত করেছে। স্বল্প দূরত্বে গিয়ে পড়ে হাসপাতালে।

যদিও এমন অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আল আহলি হাসপাতালে হামলার ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে তারা। এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply