চাঁদপুরে পদ্মায় ঝাঁপ দেয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের পদ্মায় নৌ-পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ জেলে শাকিল হোসেন বেপারীর (১৯) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকার করতে নামে একদল জেলে। এ সময় নৌ পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালানো চেষ্টা করে ও পুলিশের উপর হামলা চালায়। পরে একপর্যায়ে জেলেরা নদীতে ঝাঁপ দেয়। এ সময় সাত জেলেকে আটক করে পুলিশ। এছাড়া নিখোঁজ জেলে শাকিলসহ অন্যান্য জেলেদেরকে আটকে আশেপাশের এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। পরে বুধবার বিকেলে পদ্মা নদীতে শাকিল হোসেন বেপারীর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং মরদেহ উদ্ধার করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply