মার্কিন প্রেসিডেন্টের পর এবার মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েলের উদ্দেশে রওনা দেন তিনি। আজ বৃহস্পতিবার ইসরায়েল পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথেও। খবর রয়টার্সের।
ডাউনিং স্ট্রিট জানায়, হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জানাবেন সুনাক। গাজায় ত্রাণ প্রবেশের ওপরও জোর দেবেন তিনি। ব্রিটিশ জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন সুনাক।
দু’দিনের মধ্যপ্রাচ্য সফরে অন্যান্য দেশেও যাওয়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তবে কোন কোন দেশে তিনি যাচ্ছেন, তা নিশ্চিত করা হয়নি।
এর আগে বুধবার ব্রিটিশ পার্লামেন্টে আইনপ্রণেতাদের আলোচনায়ও উঠে আসে গাজা প্রসঙ্গ। বলা হয়, অস্ত্রবিরতির আহ্বান জানানোর জন্য এটা যথাযথ সময় নয়। কারণ হামাসের হাতে জিম্মি প্রায় দু’শ মানুষ।
এসজেড/
Leave a reply