হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে সাংবাদিক নিহত

|

ছবি: রয়টার্স

লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলা সংঘাতে এক সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের ছোড়া গুলির আঘাতেই সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করেছে এবং এ হামলায় তিনজন আহত হয়েছে, যারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করছিল।

হামলার বিষয়ে হিজবুল্লাহ জানায়, তারা শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে রকেট নিক্ষেপ করলে ইসরায়েলও গোলাবর্ষণের জবাব দেয়।

উল্লেখ্য, এর আগে অনেকবার দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। মূলত গাজায় ইসরায়েলের হামলার পর থেকে সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply