ক্যাম্প থেকে পালানো রোহিঙ্গাদের ধরতে বিশেষ অভিযান

|

কক্সবাজার প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্পগুলো দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে। উখিয়া-টেকনাফের ৩৪টি আশ্রিত শিবিরে তদারকি কমে যাওয়ায় ক্যাম্প ছাড়ছে রোহিঙ্গারা। অনেকেই জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। প্রতিদিন নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার ও বিভিন্ন এলাকায় যাচ্ছে রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দেড় ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় গিয়ে অপরাধকর্মে জড়াচ্ছে। ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতেই পুলিশের এ বিশেষ অভিযান।

তিনি আরও বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। যাদেরকে মনে হচ্ছে, বিনা অনুমতিতে ক্যাম্প থেকে বের হয়েছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। তাদের নাম, এফসিআর নম্বর, ব্লক, ক্যাম্প এসব নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিয়মিত এ অভিযানে গত তিন মাসে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply