এক আফ্রিদির পাশে বসলেন আরেক আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানি বোলাররা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের হয়ে দুবার করে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে দুজন বোলারের। সেই কীর্তিই মূলত শহীদ ও শাহিন আফ্রিদিকে এক কাতারে নিয়ে এসেছে।

বেঙ্গালুরুতে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা। শেষদিকে তাদের দাপটের লাগাম টেনে ধরেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন শাহিন। এই কীর্তি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো গড়েছেন তিনি। এর মাধ্যমে শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছেন শাহিন। এর আগে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

অপরদিকে, শহীদ আফ্রিদি ২০১১ বিশ্বকাপে প্রথমবার কেনিয়ার বিপক্ষে ১৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ৩ মার্চ কলম্বোয় ১০ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply