টানা দুই সপ্তাহের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল। গেলো ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪’শর কাছাকাছি। চলমান আগ্রাসনে গুরুতর আহত সাড়ে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর রয়টার্স।
শনিবার (২১ অক্টোবর) গাজা উপত্যকার কেন্দ্রস্থলে ‘দেইর আল বালাহ’ এলাকায় চালানো হয় মিসাইল হামলা। এতে বেসামরিক ঘরবাড়ির পাশাপাশি ধূলিসাৎ হয় একটি আশ্রয়কেন্দ্রও।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, মোট প্রাণহানির তালিকায় রয়েছে প্রায় ১৮শ’ শিশু। তাছাড়া, নির্বিচার হামলায় প্রাণ গেছে এক হাজারের মতো নারীর। গাজা প্রশাসনের তথ্য অনুসারে, এখনো নিখোঁজ ১৪শ’র বেশি বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন অনেকে। সর্বাত্মক অভিযানের কারণে, দক্ষিণের দিকে সরে গেছেন পৌণে ৮ লাখের মতো গাজাবাসী।
/এআই
Leave a reply