গাজায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৩

|

ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের পাশে মসজিদের নীচে একটি কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর আঘাত করার পরে স্থানীয় লোকজন ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। ছবি: রয়টার্স।

গাজার পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি সেনাবহরের আগ্রাসন। রোববার (২২ অক্টোবর) ভোরে বিমান হামলায় পাঁচ শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। জাতিসংঘের ত্রাণ বিষয়ক কমিশন (ইউ এন আর ডাব্লিউ এ) প্রকাশ করেছে এ তথ্য। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক কমিশনের বিবৃতি অনুসারে, জেনিন শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। যাতে ধ্বংস করা হয় আল-আনসার মসজিদ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ‘র অভিযোগ, মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিলো স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। সেখান থেকেই করা হতো ইসরায়েলে হামলার পরিকল্পনা। এই হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনি দুই স্বাস্থ্যসেবা কর্মীরও।

হামাস-ইসরায়েলের চলমান সংঘাতে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের মতো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply