ঘরের মাঠেও আর্সেনালের বিপক্ষে জয় পায়নি চেলসি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের জয়ের রাতে নিজেদের মধ্যকার ম্যাচে ড্র করেছে আর্সেনাল ও চেলসি। ২-২ গোলে ড্র হয়েছে গানার ও ব্লুজদের এই বিগ ম্যাচ।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনালের বিপক্ষে শুরুতেই লিড নেয় চেলসি। ম্যাচের ১৫তম মিনিটে০ নিজেদের ডি বক্সে হ্যান্ডবলে করে আর্সেনাল। ফলে পেনাল্টি পায় চেলসি। সফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেয় কোল পামার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোলের দেখা পায় চেলসি। ৪৮ মিনিটে মিখাইল মুড্রিকের করা গোলে ২-০তে এগিয়ে যায় ব্লুরা।

৭৭ মিনিটে এক গোল শোধ দেয় আর্সেনাল। স্কোর শিটে নাম তোলেন ডেকলান রাইস। ৮৪ মিনিটি সমতায় ফেরে গানাররা, এবার সাকার অ্যাসিস্টে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।

তবে ম্যাচের বাকি সময় দুই দলই আর কোন গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় চেলসি ও আর্সেনাল।

এই ড্রয়ের মাধ্যমে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। তবে সমান ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে চেলসি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply