ইসরায়েলের এখানেই থামা উচিত, নতুবা আরও শোচনীয় পরাজয় হবে: হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার

|

হামাসের বিরুদ্ধে ইসরায়েল কোনোভাবেই জয়ী হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম। শনিবার (২১ অক্টোবর) এ হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, অপারেশন আল-আকসা ফ্লাডের সামনে ইহুদিদের শোচনীয় পরাজয় ঘটবে। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর ডেপুটি জেনারেল সেক্রেটারি শেখ নাঈম কাশেম বলেন, চলমান লড়াইয়ের অংশ আমরা। যখনই যুদ্ধে হিজবুল্লাহর প্রয়োজন হবে, আমরা হস্তক্ষেপে দ্বিধা করবো না। ইসরায়েলকে স্মরণ করাতে চাই, অপারেশন আল আকসা ফ্লাডের কারণে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। এখানেই তাদের থামা উচিত। নতুবা ভবিষ্যতে আরও শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হবে তাদেরকে।

এদিকে, গাজা-ইসরায়েলের এ সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের বাসিন্দারা। এরইমধ্যে, ইহুদি সেনাবহরের হামলায় সীমান্তের কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ভিড় জমিয়েছেন অনেকে। লেবানিজদের শঙ্কা, যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল, শিগগিরই গাজার মতো বর্বরতা শুরু হবে লেবাননেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply