ইরাকে মার্কিন ঘাঁটিতে একের পর এক ড্রোন হামলা

|

ইরাকের মার্কিন ঘাঁটিতে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। গত চার দিনে পঞ্চমবারের মতো ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন ঘাঁটি। শনিবার (২১ অক্টোবর) ড্রোন ছোড়া হয় আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে। খবর রয়টার্সের।

এরই মধ্যে এক টেলিগ্রাম বার্তায় এ হামলার দায় শিকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। অবশ্য শনিবার তাদের ছোড়া দু’টি ড্রোনের প্রথমটি ভূপাতিত করা হয়। দ্বিতীয়টি বিধ্বস্ত হয় কারিগরি ত্রুটির কারণে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত বুধবার থেকে ইরাকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত তিনটি ঘাঁটিতে ৫ দফায় হামলা হয়। নতুন হামলার বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন। তবে গত শুক্রবার এক বিবৃতিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে। যার মধ্যে অন্যতম হিজবুল্লাহ ব্রিগেড।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply