বর্তমান কমিশনের ওপর যাদের আস্থা নেই, তারা রঙিন চশমা পরে আছেন: নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

|

বর্তমান কমিশনের ওপর যাদের আস্থা নেই, তারা রঙিন চশমা পরে আছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনায় নির্বাচনী কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, একটি ভালো নির্বাচনের জন্য বর্তমান কমিশনের আন্তরিকতার অভাব নেই।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখরই হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমি কী করছি, তা আমি জানি। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝাই, আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন, তাহলে আমাকে কিন্তু রঙিনই দেখবেন। আপনি খালি চোখে দেখলে আমি যা, তাই দেখবেন।

নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব খান। তিনি বলেন, আমরা বসবো, যেটা ভালো হবে সেটা করব। ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮’এর নির্বাচন দেখেছেন। শতভাগ সঠিক কিন্তু কখনোই ছিল না। আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, আমরা এ পর্যন্ত যা করেছি আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply