গাজার পরিস্থিতি ‘অত্যন্ত ভয়ংকর’, অস্ত্রবিরতির জন্য সব চেষ্টাই করবে চীন: ঝাই জুন

|

ফাইল ছবি: এএফপি

হামাস-ইসরায়েল অস্ত্রবিরতির জন্য প্রয়োজনীয় সব চেষ্টাই করবে চীন। এ কথা জানিয়েছেন দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন। খবর আল জাজিরার।

বলেন, মধ্যপ্রাচ্যে আলোচনার পথ তৈরি। অস্ত্রবিরতি ও শান্তি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে চায় বেইজিং। সোমবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিবৃতিতে গাজার পরিস্থিতিকে অত্যন্ত ভয়ংকর বলে আখ্যা দেন তিনি। সংঘাত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কার কথা জানান।

ঝাই জুন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়সহ বিবদমান সব পক্ষের সাথে যোগাযোগ রাখবে চীন। এর আগে, কায়রো শান্তি সম্মেলনে যোগ দিয়েছিলেন ঝাই জুন। এছাড়াও, আলাদাভাবে বৈঠক করেছেন ফিলিস্তিন, ইসরায়েল, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন গাজা সংকট নিয়ে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply