সিসিইউ থেকে কেবিনে খালেদা

|

ফাইল ছবি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়। তবে মঙ্গলবার (২৪ অক্টোবর) সোয়া ১১টার দিকে তাকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়।

খালেদা গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও কয়েকবার তাকে সিসিইউতে নেয়া হয়। খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদাকে সিসিইউতে নেয়া হয়েছিলো।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অনেক দিন ধরেই তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply