সরকারি সকল জায়গা দখলমুক্ত করা হবে: মেয়র তাপস

|

রাজধানীকে সব শ্রেণি-পেশার মানুষের বসবাসের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দখলকৃত সরকারি সকল জায়গা দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ডেমরার মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দখলমুক্ত এসব জায়গা নগরবাসীর উন্মুক্ত চলাচলের জন্য প্রস্তুত করা হবে।

মেয়র তাপস আরও বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পসমূহ শেষ হলে নগরীর চেহারা বদলে যাবে।

নির্বাচনের সময় যেন রাজধানী পোস্টারের কারণে দূষিত না হয় সেজন্য নির্বাচন কমিশনের সাথে সিটি করপোরেশন এক হয়ে কাজ করবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply