পুলিশের ওপর সরকারের ভরসা নেই: মাহমুদুর রহমান মান্না

|

পুলিশের ওপর সরকারের ভরসা নেই বলেই আনসারকে মাঠে নামাতে তাদের আটকের ক্ষমতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, রাজপথ দখল করেই আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ হবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ডাকা এই আন্দোলন তারা ঠেকাতে পারবে না। এই সরকার ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করেছে। মানুষের ভয় ভেঙে গেছে। মানুষ একবার যখন ঘুরে দাঁড়াবে, তখন সরকার পালানোর পথ পাবে না।

তিনি আরও বলেন, মহাসমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট বন্ধ করবে না বললেও গায়েবি মামলায় বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় চলছে।

সভায় বিএনপি নেতা আহমেদ আজম খান বলেন, ২৮ তারিখ নয়াপল্টনে জনগণের প্লাবন হবে। গ্রেফতার আতঙ্ক, বাধা অতিক্রম করে মহাসমাবেশে উপস্থিত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply