বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩৬ হাজার কোটি টাকার ঋণ চুক্তি সই হয়েছে। সকালে অর্থ মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডির সচিব কাজী শফিকুল আযম ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রাজকুইনা নিজ নিজ পক্ষে এ চুক্তিতে সই করেন। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি উপস্থিত ছিলেন।
এর আগে দুই দেশের অর্থমন্ত্রী দ্বি-পক্ষীয় বৈঠক করেন। সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো ঋণ দিচ্ছে ভারত। এটি লাইন অব ক্রেডিট, এলওসি নামে পরিচিত। বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে যৌথ ব্যাখ্যামূলক নোটও সই হয়। চুক্তির মধ্য দিয়ে পাওয়া এই ঋণের অর্থ ব্যয় করতে এরইমধ্যে ১৭টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল নির্মাণে ভারতের আগ্রহ সবচেয়ে বেশি। পাশাপাশি ঋণের অর্থ ব্যবহার হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ লাইন, বুড়িগঙ্গা পুনরুদ্ধার, চট্টগ্রাম-পায়রা বন্দর টার্মিনাল, সৈয়দপুর বিমানবন্দর সংস্কারের মত বড় প্রকল্পেও। চুক্তির শর্ত অনুসারে নির্মাণ কাজে ঋণের টাকার ৬৫ শতাংশ পণ্য ও সেবা ভারত থেকে সংগ্রহ করতে হবে। আর অন্য প্রকল্পে খরচ করতে হবে ৭৫ শতাংশ। আর সুদ পরিশোধ করতে হবে এক শতাংশ হারে। প্রতিশ্রুত মাশুল আধা শতাংশ।
Leave a reply