ইসরায়েলে হামাসের রকেট হামলায় আহত ৬

|

গাজায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাসও। গাজা প্রান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চলছে থেমে থেমে। বুধবার (২৫ অক্টোবর) দূরপাল্লার আয়াশ-টু-ফিফটি মিসাইল ছুড়েছে হামাস। খবর টাইমস অব ইসরায়েলের।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয় হামলার ভিডিও। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানায়, গাজা থেকে ২২০ কিলোমিটার দূরত্বে এলিয়ট শহরে মিসাইল ছোড়া হয়েছে।

বুধবার হামাসের ছোড়া রকেট ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তেলআবিবের দক্ষিণাঞ্চলে ওই হামলায় আহত হয়েছে ছয় জন আহত। এদিন রাজধানীর বিভিন্ন অঞ্চলে শোনা যাচ্ছে সতর্কতা সংকেত। একদিন আগে মঙ্গলবার ইসরায়েলে সবচেয়ে বড় পরিসরে রকেট হামলা চালায় হামাস।

এদিকে, গাজায় ইসরায়েলের নৃশংসতা বেড়েই চলেছে। বিরতিহীন বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে সাড়ে সাতশ’য়েরও বেশি মানুষের। যার অর্ধেকই শিশু। তেলআবিবের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কয়েকশ’ ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগই বেসামরিক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply