ঐতিহ্যের লড়াইয়ে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান

|

১৬ ঘন্টার ব্যবধানে আবারো মাঠে নামছে ভারত। ঐতিহ্যের লড়াইয়ে যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মহরণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়।

তবে হংকংয়ের বিপক্ষের জয়ে বি গ্রুপ থেকে ১ ম্যাচ হাতে রেখে সুপার ফোর নিশ্চিত ভারত ও পাকিস্তানের। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবার পাশাপাশি দু’দলের ঐতিহ্যের কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ।

ভারত-পাকিস্তান সবশেষ দেখা হয়েছিলো ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকায় দারুণ ফর্মে থাকা পাকিস্তানকেই ফেবারিট মানছেন অনেকে। এশিয়া কাপে দু’দলের ১২ দেখায় ৬ জয় ভারতের আর পাকিস্তানের ৫টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply