মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী

|

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেচিয়াং।

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেচিয়াং। শুক্রবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় মধ্যরাতে মারা যান তিনি। সাত মাস আগেই চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। খবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও রয়টার্সের।

জানা গেছে, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন কমিউনিস্ট পার্টির এ নেতা। সাংহাইয়ের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

টানা দুই মেয়াদে চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লি কেচিয়াং। চলতি বছরের মার্চ মাসে তিনি স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন।

কেচিয়াংয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কমিনিস্ট পার্টি এবং সাধারণ মানুষের মাঝে। দেশ-বিদেশের রাজনীতিকরা জানাচ্ছেন সমবেদনা।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর তাকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ভাবা হতো। কেচিয়াং একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ ছিলেন। চীনের অর্থনৈতিক বিকাশে তার বিশেষ অবদান ছিল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply