দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ২৬তম ম্যাচে পয়েন্ট টেবিলের দুই’য়ে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ছয়ে থাকা পাকিস্তান। নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

দক্ষিণ আফ্রিকার একাদশে অধিনায়ক হিসেবে ফিরেছেন টেম্বা বাভুমা। এছাড়াও আরও দুইটি পরিবর্তন এসেছে প্রোটিয়া একাদশে। ফিরেছেন তাবরিজ শামসি ও লুঙ্গি এনগিদিও।

পাকিস্তান একাদশে এসেছে দুই পরিবর্তন। হাসান আলী ও উসামা মীরের পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ নাওয়াজ ও ওয়াসিম জুনিয়র।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারকরাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, তাবরিজ শামসি এবং লুঙ্গি এনগিদি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply