বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের মাত্র ৯ ভাগ হয় দক্ষিণ এশিয়ায়। অথচ এ পরিমাণ দ্বিগুণ করা সম্ভব। মুদ্রার হিসেবে যার পরিমাণ হবে প্রায় ২০ বিলিয়ন ডলার। সকালে আঞ্চলিক বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এ কথা জানায় বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। অথচ শুধু ভারতের সাথে এর চেয়ে বেশি ব্যবসা করা সম্ভব। সে জন্য আন্তঃদেশীয় সক্ষমতা ও অবকাঠামো কাজে লাগানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক। পারস্পরিক আস্থা-বিশ্বাস বাড়ানোরও তাগিদ দেয় এ উন্নয়ন সহযোগী।
কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেয়ায় বাংলাদেশের সাথে বিভিন্ন অঞ্চলের বাণিজ্য আরও বাড়বে।
Leave a reply