‘কালকের কর্মসূচি নিয়ে আ. লীগ চাপে নেই, তবে জনগণ আগুন সন্ত্রাসের শঙ্কায় আছে’

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালকের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ চাপে নেই। তবে জনগণ আগুন সন্ত্রাসের শঙ্কায় আছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২৮ অক্টোবরের সমাবেশের প্রস্তুতির বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেছেন,

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রতিককালের সব থেকে বড় সমাবেশ আগামীকাল করতে চায় আওয়ামী লীগ। ঢাকা ও আশপাশের জেলা থেকে দলের কর্মীরা আসবে। সকাল এগারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাবেশ শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর আড়াইটায়।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অশান্তির বিরুদ্ধে আগামীকাল শান্তির মাধ্যমে জবাব দেবে আওয়ামী লীগ। তবে সভা শেষে কর্মীদের সর্তক থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে অপকর্ম করার দুরভিসন্ধি আছে বিএনপির। এটি বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের অশুভ শক্তির নেতৃত্বে দেশি-বিদেশি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির অন্তরে ক্ষমতার ক্ষুধার আগুন জ্বলছে। এজন্য তারা মরণ কামড় দিতে প্রস্তুত। জনগণের ভোটে শেখ হাসিনাকে পরাজিত সম্ভব নয়, এটা বুঝতে পেরেই বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে। আমরা অশান্তি চাই না, আমাদের দ্বারা অশান্তি করার যৌক্তিকতা নাই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply