ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধে দুই কোরিয়ার চুক্তি

|

যুদ্ধ উত্তেজনা কমাতে এবং দীর্ঘ বৈরিতার ইতি টানতে সামরিক চুক্তি করলো পিয়ংইয়ং-সিউল। বুধবার পিইয়ংইয়ংয়ে এই চুক্তি সাক্ষর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেন ইন।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের পিইয়ংইয়ং সফরের দ্বিতীয় দিনে এই চুক্তি স্বাক্ষরিত হলো।

চুক্তিতে বলা হয়, সিউল এবং পিইয়ংইয়ং এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে কোরীয় উপদ্বীপ অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। উত্তর কোরিয়া তাদের তংচাং-রি ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধ রাখবে। ওই প্রকল্পেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয়। এর পাশাপাশি ইয়ংবিয়ং পরমাণু প্রকল্পও বন্ধ রাখতে রাজি হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চুক্তি সাক্ষর শেষে ব্রিফিংয়ে, পরমাণু অস্ত্রের হুমকিমুক্ত কোরীয় উপদ্বীপের প্রত্যাশা জানান দুই নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply