রাজধানীতে ককটেল বিস্ফোরণ, এক ভবন থেকে বিএনপির ২০০ নেতাকর্মী আটক

|

রাজধানীর একটি নির্মাণাধীন ভবন থেকে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাঠি-সোটা, রড, ইটপাটকেল, ককটেল ও চালডালের বিপুল মজুদ পাওয়া যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে কাকরাইল মোড়ের বিএনপি নেতা মোবাশ্বের আলম ভুইঁয়ার নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ওই ভবনে সন্দেহভাজন লোকসমাগমের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ওপর একাধিক ককটেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় কুমিল্লার বিএনপি নেতার মালিকানাধীন নির্মাণাধীন ওই ভবন থেকে গ্রেফতার হন বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আজকে যখন আমরা এখানে অভিযান চালাতে যাই তখনই ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর প্রায় ১০-২০টি ককটেল নিক্ষেপ করে। পরে আমাদের থানা পুলিশ ও ডিবি পুলিশ এসে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য লাঠি-সোটা, রড, ককটেল ও খাবার রান্নাবান্নার বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

আটককৃতদের রমনা থানায় সোপর্দ করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply