আজ কখন কোথায় কোন দলের কর্মসূচি

|

আজ শনিবার রাজনীতিতে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে, এক দফার যুগপৎ আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। একইদিন সমমনা বেশ কয়েকটি দলও রাজধানীতে কর্মসূচি দিয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি নয়া পল্টনে দলটির কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে দুপুর ১২টায়। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা রয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল তিনটায় কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করার কথা ‘১২ দলীয় জোটের’। একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

দুপুর ১২টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরের সমাবেশ করবে গণ ফোরাম ও পিপলস পার্টি। কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকেল তিনটায় কর্মসূচি পালনের কথা রয়েছে এলডিপি’র।

বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেল ৩টায় মালিবাগ মোড়ে এনডিএম এবং দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের কথা গণতান্ত্রিক বাম ঐক্যের।

অন্যদিকে, বিকেল ৩টায় পুরানা পল্টন কালভার্ট এলাকায় কর্মসূচি পালন করবে ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টি, বেলা ১১টায় বিজয়নগর হোটেল ৭১-এর সামনে এবি পার্টি, দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জনতার অধিকার পার্টির কর্মসূচি পালনের কথা রয়েছে।

এছাড়া, বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply