বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাস ভাঙচুরের অভিযোগ

|

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই বিএনপির কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার পর শান্তি সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে করে যাচ্ছিলেন। সেটি কাকরাইল মোড়ে পৌঁছালে রাস্তায় থাকা বিএনপির নেতাকর্মীরা বাসটিতে ভাঙচুর চালায়। এ সময় বাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বাস চালক জানিয়েছেন, কাকরাইল মোড়ে পৌঁছালে বাসে আতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন একজন। আহত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের ভান্ডার রক্ষক পদে চাকরি করেন।

এদিকে, হাইকোর্ট মোড়ে মারপিট ও ছুরিকাঘাতে বনানী থানার এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তার দাবি, বিএনপি কর্মীরা তাকে ছুরিকাঘাত করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply