আঘাতপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের খোঁজ খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে তামিম ইকবালকে ফোন করে প্রধানমন্ত্রী তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানেন। এসময় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই। প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুন্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাঁকে জানাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে হাতে মারাত্মকভাবে আহত হন তামিম। ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের খারাপ অবস্থায় তিনি মারাত্মক ঝুঁকি নিয়ে খেলতে নামেন।
Leave a reply