সংঘর্ষে আহতদের দেখতে ঢামেকে আওয়ামী লীগের প্রতিনিধি দল

|

রাজধানীতে সংঘর্ষে আহত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঢামেকে পৌঁছান তারা। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয় প্রতিনিধিদলটি। পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। ২০১৩-১৪ সালের সব অপরাধকে হার মানিয়েছে বিএনপি। এসময়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সমাবেশের নামে নৈরাজ্য করেছে বিএনপি।

এর আগে, শনিবার রাজধানীতে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এএস/এসজেড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply