হরতালের নামে মানুষের চলাচলে বাধা দিলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ: ডিএমপি কমিশনার

|

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

হরতালের নামে মানুষের স্বাধীন চলাচলে বাধা দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২৮ অক্টোবর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, তারা শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে সহিংসতা করছে। যারা অপরাধ করেছে তাদের বিচার হবেই। ভবিষ্যতে এরকম যেন না হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

বিএনপি বিনা কারণে হামলা করেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বিচারপতির বাসভবনেও তারা হামলা করেছে। জাজেস কমপ্লেক্সে ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, তাদের এই ধ্বংসযজ্ঞ অনাকাঙ্ক্ষিত ও অতর্কিত। তারা পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পেটায়। মৃতদেহে মারে লাথি। পুলিশের প্রায় শতাধিক সদস্য আহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply