বিএনপি-জামায়াতের ডাকে আজ দেশজুড়ে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। তবে দিনের শুরুতে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল বেশ কম দেখা গেছে। রাস্তায় নেমেছে কিছু গণপরিবহন’সহ বিভিন্ন ধরনের যানবাহন। সপ্তাহের প্রথম কার্যদিবসে কাজে বের হয়েছেন সাধারণ মানুষও। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিন দেখা গেছে, ঢাকার রাস্তাগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে কাজেও বের হচ্ছে মানুষ।
আরও পড়ুন: হরতালের নামে মানুষের চলাচলে বাধা দিলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ: ডিএমপি কমিশনার
গতকাল রাজধানীতে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয়েছে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।
আরও পড়ুন: রাজধানীতে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
এর আগে, শনিবার দুপুরে নয়াপল্টনের সমাবেশ থেকে সারাদেশে সকাল সন্ধ্যা-হরতালের এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালের মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদ ও এক দফা দাবিতে এ হরতাল ডাকে বিএনপি।
এমএইচ/এটিএম
Leave a reply