অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করতেই বিএনপির সহিংসতা: বিদেশিদের কাছে সরকারের নোট

|

বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি সহিংসতা চালিয়েছে।

কূটনৈতিক মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো নোটে বলা হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে নিতে সরকার সর্বোচ্চ ধৈর্য আর সংযমের পরিচয় দেবে।

এদিকে, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানে কূটনীতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শনিবার বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে নোট পাঠানো হয়েছে কূটনৈতিক মিশনগুলোতে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply