সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই, তবে সংবিধানের বাইরে নির্বাচন নয়: কৃষিমন্ত্রী

|

সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। তবে সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, চলতি সংসদের মেয়াদ ২৯ জানুয়ারির পর্যন্ত। তারা যদি ভোট বা প্রশাসন নিয়ে কথা বলতো, সে বিষয়ে কথা হতো। কিন্তু তারা তো প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। আলোচনার দরজা বন্ধ করে সংলাপ হতে পারে না।

আব্দুর রাজ্জাক আরও বলেন, তারা সহিংসতা করে সফল হবে না। অবরোধ রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বিএনপি জেনে বুঝে প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে দাবি করে মন্ত্রী বলেন, তারা যদি আরও নাশকতা করে, তাহলে অবরোধ কঠোর হস্তে দমন করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply