পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

|

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) জেনিন শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানায়। খবর আনাদোলু এজেন্সির।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানায়, রোববার রাত থেকে জেনিনসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে ইসরায়েলি বাহিনী। এসময় শরণার্থী শিবিরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হয় রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা। হামলায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। এসময় একটি হাসপাতালেও তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। ভেঙ্গে ফেলা হয় হাসপাতালটির একটি অংশ।

এর আগে, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ জানায় পশ্চিম তীরবাসী। রোববার (২৯ অক্টোবর) ইসরায়েলের আগ্রাসনে মৃত্যু হয় ৩ ফিলিস্তিনির। ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply