হামাসের কাছে বন্দি সেনাকে উদ্ধারের দাবি ইসরায়েলের

|

ছবির মাঝখানে মুক্তিপ্রাপ্ত নারীসেনা ওরি মেগিদিস। ছবি: এপি

গাজায় হামাসের কাছে বন্দি এক সেনাকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। তেল আবিব জানায়, স্থল অভিযানের মাধ্যমে মুক্ত করা হয়েছে ওই সেনাকে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (৩০ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, মুক্তিপ্রাপ্ত নারীসেনার নাম ওরি মেগিদিস। ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় আটক হন তিনিও। তবে কীভাবে ও কোন্‌ অঞ্চল থেকে ওরিকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দেশে ফিরিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় নারী সেনাকে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে পরিবারের সাথে আছেন ওরি।

প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের দাবি, নারীসেনাকে মুক্ত করার মধ্য দিয়ে জিম্মি উদ্ধারে ইসরায়েলের সক্ষমতা প্রমাণিত হলো।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন ইসরায়েলসহ অন্যান্য দেশের দুই শতাধিক নাগরিককে বন্দি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। জিম্মিদের মধ্যে এ পর্যন্ত ছাড়া পেলো মোট ৫ জন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply