বঙ্গবন্ধু টানেলে দেদারছে চলছে কার রেসিং ও টিকটক, ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের

|

গত ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টানেলে নিরাপত্তা ব্যবস্থাও ছিল সন্তোষজনক। অথচ বঙ্গবন্ধু টানেলের মধ্যে কার রেসিং এবং ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের পাশাপাশি দেদারছে টিকটকও বানানো হচ্ছে। বেপরোয়া গতির কারণে এরই মধ্যে ঘটেছে দুর্ঘটনাও। নিয়ম ভাঙার হিড়িকে অঘটনের শঙ্কায় সবাই।

টানেলের প্রবেশমুখে কার স্ট্যান্ট এবং টানেলের ভেতর কার রেসিং নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এসব গাড়ি শনাক্ত করে আইনের আওতায় আনা তথা মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের হেড অফ সেফটি সিকিউরিটি লে. কমান্ডার (অব:) কুতুবউদ্দিন বলেন, উদ্বোধনের প্রথম দিনেই টানেলের মুখে অনেকগুলো গাড়ি এসে কার রেসিং ও কার স্ট্যান্ট করেছে। এরই মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের সহায়তায় আমরা গাড়িগুলোকে শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

গতি নিয়ন্ত্রণে দুপ্রান্তে স্পিড গান বসবে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই টানেলে স্পিড চেকিংয়ের ব্যবস্থা থাকবে। স্পিড বেশি পাওয়া গেলেই অপর প্রান্তে ওই গাড়িকে আটকে পুলিশি ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply