শনি-রোববার আসতে পারে আমদানিকৃত আলু

|

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আনার প্রস্তুতি নিতে শুরু করেছে আমদানিকারকরা। ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দেয়। এরপরই আমদানির তৎপরতা শুরু করেছেন ব্যবসায়ীরা।

ইতোমধ্যে আইপি’র জন্য কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়িতে আবেদনও করেছেন আমদানিকারকরা। পাশাপাশি চলছে ভারতীয় রফতানিকারকদের সাথে যোগাযোগ। শনি অথবা রোববার হিলি বন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি শুরু হওয়ার আশা করছেন ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আলু আমদানি শুরু হলে দেশের বাজারে সরবরাহ বাড়বে। এতে দামও অনেকটা কমে আসবে। ভারতীয় আমদানি করা আলু প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছেন আমদানিকারকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply