ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

|

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। ছবি: এএফপি

গাজায় নির্বিচার আগ্রাসনের জেরে এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো লাতিন দেশ বলিভিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে এ ঘোষণা দেয় দেশটির সরকার। খবর আল জাজিরার।

এদিন অবরুদ্ধ অঞ্চলটিতে সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানো হয়। একে অসামঞ্জস্যপূর্ণ এবং মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে দেশটি। একই সাথে গাজার প্রতি সমর্থন জানাতে সেখানে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার।

বলিভিয়া ছাড়াও লাতিন দেশ চিলি ও কলম্বিয়ারও তোপের মুখে পড়েছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে তারা। সাধারন ফিলিস্তিনিদের হত্যাকে গণহত্যা আখ্যা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply