পু‌লিশ সদস্য হত্যায় অভিযুক্ত আপন‌ গ্রেফতার

|

পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যার অভিযোগে আপন আহমেদ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাকে পটুয়াখালী জেলার গলাচিপা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ সদস্য আমিরুলকে নিহত হন।

আপন ঢাকার কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে। তিনি কালিন্দি ইউনিয়ন যুবদল নেতা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পুরান ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকার পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে আপনকে শনাক্ত করা হয়েছে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় এজহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপন পুলিশ সদস্য হত্যার কথা স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply