গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ সদস্য

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছে। তারা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকায় রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দগ্ধরা হলেন, একই পরিবারের আলী আহম্মদ (৬৫), হাসন বানু (৫৫), সোনাউদ্দিন (৪৫), সাহেরা বেগম (২৪) ও ওমর ফারুক (১৮)।

এদের মধ্যে সোনা উদ্দিন ৯৪%, আলী আহম্মদের ৫৮%, হাসন বানু ৪৬%, সাহেরা বেগম ৩০% ও ওমর ফারুকের ১৫% পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সকালে জানতে পেরেছি ভুলতা ইউনিয়নের একটি তিনতালা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করছি, গ্যাসের লাইনের লিকেজের কারণে এটি হয়েছে। তদন্ত করলে আরও বিস্তারিত বলতে পারব।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply