পাকিস্তানের বিপক্ষে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

|

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২-১ ব্যবধানের সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ওয়ানডে মিশন শুরু করেছিলেন জ্যোতিরা। তবে ৫০ ওভারের মিশনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

শনিবার (৪ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে দল। মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতিরা। জবাবে ১১৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

ঘরের মাঠে ব্যাট হাতে এদিন পুরোপুরি ব্যর্থ ছিল বাংলার মেয়েরা। বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবালের শিকার হয়ে ১৫ রানেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর অধিনায়ক নিগার সুলতানা ১৩ রান করে বোল্ড হন নিদা দারের বলে। ফাহিমা খাতুনের ১৮ ও রিতু মনির ১৪ ছাড়া সবাই ফেরেন এক অঙ্কের ঘরেই। ফলে মাত্র ৩১ ওভার ৫ বলেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নিদার ৩৫ রানের অপরাজিত ইনিংসে জয়ের দেখা পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply