অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জ ও ভোলায় পৃথক ঘটনায় দু’টি বাসে আগুন দেয়া হয়। শনিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১২টার কিছুক্ষণ আগে ভোলার চরফ্যাশনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, চরফ্যাশন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করা ছিলো যমুনা এক্সপ্রেস নামের একটি বাস। শনিবার রাতে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। তবে পুড়ে যায় গাড়ির বেশিরভাগ অংশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ
অন্যদিকে, নারায়ণগঞ্জে অনাবিল পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এটি নাশকতা কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, অবরোধের আগের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।
/এমএইচ
Leave a reply