পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, নিহত ৩ ফিলিস্তিনি

|

দখলকৃত পশ্চিম তীরেও অব্যাহত ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। রোববার (৫ নভেম্বর) রাতভর চালানো সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির।

পূর্ব জেরুজালেমের আবু দিস লোকালয়ে তল্লাশিতে নামে ইসরায়েলি সেনাবহর।
তাদের দাবি, গোপন আস্তানা থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করতেই এ অভিযান। এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই; উভয়পক্ষের গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলে প্রাণ হারান দুই জন; আহত হন ৬ ফিলিস্তিনি। হেবরন শহরে চালানো অভিযানে প্রাণ হারান ২২ বছরের ফিলিস্তিনি আহমেদ হাবিস।

৭ অক্টোবর থেকে চলমান সাঁড়াশি অভিযানে পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন ১৩৬ ফিলিস্তিনি। ধরপাকড়ের শিকার ৬ হাজারের বেশি মানুষ।

এদিকে হামাসের হাতে থাকা ২৪২ জিম্মিকে জীবিত ফেরত না দেয়া পর্যন্ত কোনো অস্ত্রবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কারভাবে জানা উচিত পুরো বিশ্বের। ইসরায়েলি বন্দিদের জীবিত ফেরৎ না দেয়া পর্যন্ত, কোনো অস্ত্রবিরতি হবে না। সিদ্ধান্তটি শত্রুদের পাশাপাশি বন্ধুদেরও জানানো হয়েছে। পরিপূর্ণ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে অভিযান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply