শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের জেরে ডিআইইউতে ছুটি ঘোষণা

|

ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি:

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষের পর সোমবার (৬ অক্টোবর) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানায়, রোববার রাতে তাদের ওপর আক্রমণের জন্য কিছু ব্যক্তি এলাকাবাসীকে জড়ো হতে বিভিন্ন মসজিদ থেকে মাইকে ঘোষণা দেয়। একপর্যায়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানটির আবাসিক ভবনে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় আহত হন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে গ্রামবাসীদের দাবি, শিক্ষার্থীদের হামলা প্রতিহত করতেই তারা একত্রিত হন।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর হাসিবুল হাসান অন্তর নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রকে অপহরণের পর মারধর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মৃত্যু হয় তার। এরপর থেকেই স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের চরম উত্তেজনা বিরাজ করছে।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply