দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। অতীতের সব দামের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠার ১০ দিনের মাথায় আবার বাড়ানো হলো মূল্যবান এ ধাতুর দাম।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এই দর কার্যকর করেছে।
২২ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। স্বর্ণের গয়না কিনতে গেলে বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ হয়। সেই সঙ্গে ভরিপ্রতি মজুরি ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ানোয় এই মূল্যবৃদ্ধি। এর আগে সর্বশেষ গত ২৭ অক্টোবর দাম বাড়ানো হয়েছিল। সেসময় ২২ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা করা হয়। এটি ছিল দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ দাম।
১৮ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরির দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এএস/এটিএম
Leave a reply